রাজশাহী

প্রতারণার অভিযোগে আউস এনজিওর মালিকসহ গ্রেপ্তার৬

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: সাধারণ গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে আবারো আরেকটি ভূয়া এনজিও’র মূলহোতাসহ ৬জন আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার সন্ধ্যায় নাচোল উপজেলার খোলসী বাজারে অভিযান চালিয়ে কথিত আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস)’র মূলহোতা ও ম্যানেজারসহ ৬ জনকে আটক করা হয়া।

আটককৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার চরপুস্তম গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে (মুলহোতা ও ম্যানেজার) মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫), একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ও এনজিও’র মাঠকর্মী মোঃ তৌহিদুর রহমান (৩৮), গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও মাঠকর্মী মোঃ জিয়াউল হক (৪০) (মাঠকর্মী), নাচোল উপজেলার ফতেপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও মাঠকর্মী মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), বাউল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও মাঠকর্মী মোঃ গোলাম আযম (৩৮) ও মীড়কাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও মাঠকর্মী মোঃ মোশারফ হোসেন (৩৭)।

আটককালে তাদের কাছ থেকে ১ হাজার ভূয়া পাশ বই, ১৫টি ভূয়া সীল, ১৪টি চেক/লোন-রেজিষ্টার ও ৩টি ব্যাগ জব্দ করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button