প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল


শেখ রায়হান হোসেন,
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবন নাশের হুমকির প্রতিবাদে তালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিক্ষোভ মিছিল পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল ৫ টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেট চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধুর. পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন
সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন স্বেচ্ছাসেবক লীগের আহবাহক বিশ্বাস আনোয়ার হোসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন আহসান দ্বীপ তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশ্বজিৎ সাধু,
জেবুন্নেসা খানম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিশখালি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃমেহেদী হাসান বাবু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আবির হোসেন রনি, দপ্তর সম্পাদক মীর মহসিন আলী, ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাঁপড়ি, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দাস, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনজুরুল ইসলাম।
সজল নন্দী, শেখ শাহিদুজ্জামান পাইলট, হাফিজুর রহমান, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কুমার ইন্দ্রজিৎ সাধু, জেলা কৃষকলীগের সদস্য আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, মশিউর আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক গৌতম কর্মকার, পাটকেলঘাটা থানা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক বাবলু রহমান তাঁতীলীগের সভাপতি আহসানুল্লাহ টিটু, মৎস্যজীবী লীগের আহ্বায়ক সনৎ মন্ডল, সদস্য সচিব সোহাগ, সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি শেখ তরিকুল ইসলাম, কৃষক লীগের নেতা মেহেদী হাসান, সাবেক ছাত্রলীগ নেতা ইকরামুল ইসলাম, মো: মিনহাজ মুনমুন, রিপন হোসাইন প্রমুখ।