খাগড়াছড়িতে সরকারি শিশু নিবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী’র ৭৭তম জন্মদিন পালিত
সরকারি শিশু নিবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী'র ৭৭তম জন্মদিন পালিত


মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারের অনাথ শিশুদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তাদের জন্য দূপুরের খাবারের আয়োজন করা হয়।
২৮ সেপ্টেম্বর ২০২৩ সকালে খাগড়াছড়ি সরকারি নিবাসী শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরী অপু।
প্রধান অতিথি বলেন- আজ বঙ্গবন্ধুর কন্যা,জননেত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি যাতে চিরজীবী হন,যাতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ সৃষ্টি করতে পারেন।আমি শিশুদের নিয়ে কেক কেটেছি,আর পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দুপুরের উন্নত খাবারের আয়োজন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন – খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কর্মকর্তা মুনতাসির জাহান,জেলা সমাজসেবার ভারপ্রাপ্ত উপপরিচালক মো: জসীম উদ্দিন, সহকারী পরিচালক রোকেয়া বেগম,সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো. নাজমুল আহসান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।