প্রবিণ মুরব্বী ও ব্যবসায়ীদের সাথে জাফর আলম (সও:)’র সাক্ষাত


নুর মোহাম্মদ সিকদার:
জমে উঠেছে উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির (রেজি নং-২৫১০) নির্বাচন। মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে প্রার্থীরা কোমড় বেধে চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠে। কুতুপালং বাজার এলাকায় ছেয়ে গেছে প্রার্থীদের প্রচারনার পোষ্টার ও ব্যানারে।
বৃহস্পতিবার( ০৩ অক্টোবর) দুপুর বেলায় কুতুপালং বাজার এলাকার প্রবিণ মুরব্বী ও বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম(সও:)।
এসময় তিনি ব্যবসায়ী ভোটারদের সাথে নির্বাচন বিষয়ে সার্বিক আলাপ-আলোচনার পাশা-পাশি ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। এবং এলাকার প্রবিণ মুরব্বীদের কাছ থেকে দোয়া কামনা করেন।
এদিকে কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ নভেম্বর। বাজার এলাকায় এখন একমাত্র আলোচনার কেন্দ বিন্দু হচ্ছে আসন্ন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে। একদিকে প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যাস্ত সময় পার করলেও অন্য দিকে ভোটাররা অপেক্ষার প্রহর গুনছে পচন্দের প্রার্থীদের ভোটের মাঠে নির্বাচিত করে জয়ের মালা পড়াতে।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি পদপ্রার্থী জাফর আলম(সও:) এ প্রতিবেদককে বলেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী ২৬ তারিখ বাজার ব্যবসায়ী সমিতির ভোটাররা আমাকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।