সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
বিভিন্ন আইকনিক ফ্যাশন আর্টিফ্যাক্ট পরিধানের মাধ্যমে প্রায়ই সাহসী পদক্ষেপ দেখিয়ে থাকেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজকর্মী কিম কার্দাশিয়ান।
মার্লিন মনরো, জ্যানেট জ্যাকসন এবং জ্যাকি কেনেডির মতো ব্যক্তিত্বের একাধিক ঐতিহাসিক ফ্যাশন আইটেম পরিধানের পর, এবার নতুন আরেকটি ঐতিহাসিক অলঙ্কার পরে আলোচনায় আসেন তিনি।
আর সেটি ছিল প্রিন্সেস ডায়নার প্রিয় একটি হীরা খচিত ক্রুশ পেনডেন্ট।
শনিবার লস অ্যাঞ্জেলসে এলএসিএমএ আর্ট ও ফিল্ম গালা অনুষ্ঠানে ওই ক্রুশ নেকলেসটি গলায় জড়ান কার্দাশিয়ান।