প্লাস্টিকের ব্যবহারে সচেতনতার লক্ষ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধু সাইকেল র্র্যালী এখন সাতক্ষীরায়


সাতক্ষীরা প্রতিনিধিঃ
ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধন অটুট রাখতে পরিবেশ বন্ধু বশীরহাট থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
সোমবার (১০ অক্টোবর ) সকালে দলটি বসীরহাট থেকে ছেড়ে এসে সাইকেল যোগে বিকাল ৫ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এসে পৌছায়। ভারতের বশিরহাট, দমদম ও হুগলি জেলার বাসিন্দা তারা।
তারা জানান, আগামীকাল যশোর হয়ে ভাংঙ্গা টেকের হাট এবং ঢাকার যাত্রাবাড়ী পৌছাবে। পরে সোনারগাঁও থেকে ঢাকা প্রদক্ষিন করে গোপালগঞ্জ দিয়ে খুলনা হয়ে সাতক্ষীরা এসে ১০ দিন পর ভারতে প্রবেশ করবেন তারা।
তারা আরো জানান, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক উন্নতি করার জন্য এবং পরিবেশ সুন্দর রাখতে প্লিস্টিক জাতীয় পদার্থ যেখানে সেখানে না ফেলা ও পলিথিন ব্যবহার না করার প্রতি আহব্বান করে মানুষকে সচেতন করতে বাংলাদেশ সফরে এসেছেন তারা।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি ও উপ সম্পাদক, সংকল্প নিউজ,কাজী শওকাত হোসেন ময়না বলেন, ভারত বাংলাদেশ মৈত্রী বন্ধু সাইকেল র্র্যালীর উদ্যোগ নেওয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা যে উদ্দেশ্যে সাইকেল র্যালী নিয়ে বাংলাদেশে এসেছে কাজটি সত্যিই অসাধারণ। আমরাও আশা করছি তাদের এই মহতি কর্মকান্ডে অনেকে প্লাস্টিকের বর্জ পদার্থের ব্যবহারে সচেতন হবে।