ক্রিকেটখেলাধুলা

ফলোঅনে পড়েও ১ রানের অবিশ্বাস্য জয় নিউজিল্যান্ডের

২০১৯ বিশ্বকাপে রোমাঞ্চ ছড়িয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। সমতায় থাকার পরেও শেষ পর্যন্ত বাউন্ডারি কাউন্টে শেষ হাসি হেসেছে ইংলিশ দল। ওয়েলিংটনে আজ একই রকম রোমাঞ্চকর এক টেস্ট ম্যাচের জন্ম দিয়েছে দুই দল। যে টেস্টে মাত্র ১ রানের অবিশ্বাস্য এক জয়ে শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড!

বিবিএস স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের মতো এই টেস্টও ইতিহাসে জায়গা করে নিযেছে। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানের জয়ের এটি মাত্র দ্বিতীয় নজির! আর ফলোঅনে পড়ে ম্যাচ জেতার ঐতিহাসিক কীর্তি ঘেটে দেখা গেলো তার আগে মাত্র ৩বার ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা।

ওয়েলিংটনের এই দ্বিতীয় টেস্ট যেভাবে এগুচ্ছিল আর ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্মে এমনটা অনেকেই হয়তো কল্পনা করতে পারেননি। তবে আগেই অনুমেয় হয়ে গেলে ক্রিকেট আর গৌরবময় অনিশ্চয়তার খেলা কেন?

ফলোঅনে পড়ে ২২৬ রানে পিছিয়ে থেকে কেন উইলিয়ামসন-টম ব্লান্ডেল জুটিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ইংল্যান্ডকে ২৫৮ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। শেষ দিনের রোমাঞ্চে দেখা গেলো ৮০ রানেই সফরকারীদের ৫ উইকেট নেই! তার পর জো রুট ও বেন স্টোকসের ১২১ রানের জুটি আবার জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। ততক্ষণে স্কোর দাঁড়ায় ২০১! জয়ের এতকাছে থাকার পরও ম্যাচটা ফের কিউইদের দিকে ঝুঁকে পড়ে ১৪ রানে ৩ উইকেট পড়লে। সাজঘরে ফেরেন স্টোকস (৩৩), রুট (৯৫)। দুটি উইকেটই নিয়েছেন ম্যাচ জয়ের নায়ক নিল ওয়েগনার! তার পর দুই দলই আপ্র্রাণ চেষ্টা করেছে ম্যাচটা নিজেদের পক্ষে আনার।

ব্রড ২১৫ রানে বিদায় নিলে বেন ফোকস চেষ্টা করেছিলেন ম্যাচটা টেনে নিয়ে যেতে। দলীয় ২৫১ রানে সাউদির বলে তার বিদায়ে ম্যাচটা অন্তিমে পৌঁছায় টান টান উত্তেজনায়। শেষ পর্যন্ত দলীয় ২৫৬ জেমস অ্যান্ডারসনকে গ্লাভসবন্দি করতেই ১ রানের অবিশ্বাস্য এক জয়ের আনন্দে মাতে স্বাগতিক দল।

পুরো ম্যাচ জুড়ে আলো ছড়ানো ওয়াগনার ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩টি নিয়েছেন টিম সাউদি। দুটি নিয়েছেন ম্যাট হেনরি।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৩৫/৮ ডি. (ব্রুক ১৮৬, রুট ১৫৩;
হেনরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭৪.২ ওভারে ২৫৬ (লক্ষ্য ২৫৮) (রুট ৯৫, ফোকস ৩৫, স্টোকস ৩৩; ওয়াগনার ৪/৬২, সাউদি ৩/৪৫, হেনরি ২/৭৫)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫৩.২ ওভারে ২০৯ (সাউদি ৭৩, ব্লান্ডেল ৩৮; ব্রড ৪/৬১, অ্যান্ডারসন ৩/৩৭, লিচ ৩/৮০)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬২.৩ ওভারে ৪৮৩ (ফলোঅন- কেন ১৩২, ব্লান্ডেল ৯০, ল্যাথাম ৮৩, কনওয়ে ৬১; লিচ ৫/১৫৭)

ফল: নিউজিল্যান্ড ১ রানে জয়ী।

ম্যাচসেরা কেন উইলিয়াসন। আর সিরিজ সেরা হ্যারি ব্রুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button