বগুড়ায় বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে একাধিকবার ধর্ষণ,অবশেষে প্রেমিকের বাড়ীতে অনশন


বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরে পরকীয়ার জেরে বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে একাধিকবার ধর্ষণ, বিয়ের দাবিতে অনশন করছেন সেই নারী। বুধবার রাত থেকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যেপাড়া গ্রামে মৃত আকবর আলী মাষ্টারের ছেলে আ স ম আসাদুর রহমান (৩০) এর বাড়িতে ওই নারী অনশন শুরু করেন।
স্থানীয়রা জানান, শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যেপাড়া গ্রামে মৃত মকবুল হোসেনের ছেলে সোহাগ এর তালাক প্রাপ্ত স্ত্রী বগুড়া সদর উপজেলা লাহিড়ী পাড়া ইউনিয়নের পিরগাছা বথুয়াবাড়ী নতুন হাট গ্রামের রশিদুল ইসলামের মেয়ে মোছাঃ স্বপ্না আক্তার (২৮) ১ সন্তানের জননীর সঙ্গে আসাদুর রহমানের বিগত কয়েক বছর ধরে ‘প্রেম’ চলে আসছিল। এর মধ্যে সোহাগ তালাক দিলে ওই নারীর আবারো অন্যথায় বিয়ে হয়, সেখানে কিছুদিন সংসার করার পর নারী নিজেই সেই স্বামীকে ডিভোর্স দিয়ে দেন।
অনশনরত স্বপ্না আক্তার বলেন, আসাদুর রহমান আমাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করেছে, এখন আমার কোনও উপায় নেই। তাই আসাদুর রহমান বাড়িতে এসে উঠেছি বিয়ের দাবিতে। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না।
এ বিষয়ে আসাদুর রহমান সাংবাদিকদের জানান স্বপ্না আক্তারের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, শারীরিক সম্পর্ক হয়েছে তাই আমি তাকে বিয়ে করতে চাই।
পরিবারের সাথে কথা চলছে অতি দ্রুত এর সমাধান করা হবে।