বঙ্গবন্ধু কলোনির টোকাই আল আমিন বাহিনীর হাতে আবারো দুই যুবককে আহতের অভিযোগ
বঙ্গবন্ধু কলোনির টোকাই আল আমিন বাহিনী আবারো দুই যুবককে আহতের অভিযোগ


নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর ১১ নং ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনিতে ২ যুবক কে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া যায়।
গত রবিবার সন্ধা ৭ টার দিকে কলোনির সোরাব পল্লান এর ছোট ছেলে রুবেল পল্লান, টিউশন শেষে বাসায় ফেরার পথে একই এলাকার কিশোর গ্যাং ভাই বন্ধু মহল এর সন্ত্রাসী গ্রুপের গড ফাদার একাধিক মামলার আসামি আল-আমীন (ওরফে) কয়লা আল-আলামিন, চিহ্নিত মাদক ব্যাবসায়ি বাপ্পি ও রাব্বি ও রাকিব ওরফে (নুরু রাকিব) সহ ৮/১০ জন লোক মিলে রুবেল পল্লান এর পথ রোধ করে, মাদক সেবন এর জন্য টাকা দাবি করে, আহত রুবেল পল্লান টাকা দিতে অস্বীকার করলে, রুবেল কে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে আঘাত ও কিল ঘুসি দিয়ে এলোপাথারি মারধর করে।
এ সময় রুবেল ডাক চিৎকার দিলে, একই এলাকার বাসিন্দা, জাহাঙ্গীর (৩০) এগিয়ে এসে রুবেল কে উদ্ধার করার চেষ্টা করলে, জাহাঙ্গীর কেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে, ওই সন্ত্রাসীরা, স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারী আালামিন, বাপ্পি ও রাব্বি ওই এলাকার দীর্ঘদিন ধরে মাদকের একটি সিন্ডিকেট চালিয়ে আসছে, এছাড়াও বাপ্পি রাব্বির নামে রয়েছে একাধিক মাদকের মামলা,এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পুলিশ বাদী মামলা এবং সাংবাদিকবাদী মামলা, সন্ত্রাসী কার্যকলাপ সহ সব ধরনের অপকর্ম তারা করে থাকে, ধর্ষণ, হামলা লুটপাট এবং মাদক বিক্রি, চাঁদাবাজি। ওই কলোনির, শিশুরা যখন বড় হতে শুরু করে, তখনই তাদের হাতে বইয়ের বদলে, তারা তুলে দেয় মাদক। কোন এক অদৃশ্য পেশি শুক্তির বলে এই ধরনের অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত। খোঁজ নিয়ে জানা যায় আলামিন, বাপ্পি, রাব্বি সাধারণ জনগণ এর কাছে, সুদে টাকা লাগিয়ে জিম্মি করে ঘরবাড়িসহ সর্বস্ব কেড়ে নেয়, তাদের বঙ্গবন্ধু কলোনিতে রয়েছে একাধিক জিম্মি করা ঘর, সরকারি ৩০ শতাংশ জমি দখল করে সেখানে রয়েছে বিশাল এক অটোর গ্যারেজ এবং সেখানেই চলে কিশোর গ্যাং এর আড্ডা এবং ওই গ্যারেজ কে সবাই টর্চার সেল হিসেবে জানে, এলাকার লোকদের তুলে নিয়ে ওখানেই নির্যাতন করা হয়, এছাড়া সিঙ্গারা পয়েন্টে তাদের রয়েছে ১২ টি অবৈধ দোকান যেগুলো সরকারি জায়গা এবং মালিকানা জায়গা দখল করে তৈরি করা হয়েছে, বঙ্গবন্ধু কলোনির মধ্যে রয়েছে তাদের বিদ্যুতের চোরাই লাইন প্রায় দুই শতাধিক বাসায় তারা অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে টাকা নেয়। এবং এলাকায় যদি কেউ একটি বাথরুমও তৈরি করতে যায় সেই ক্ষেত্রে তাদের চাঁদা দিয়ে কাজ করতে হয়।
আহত রুবেল জানায়, আলামিন, বাপ্পি , রাব্বি, রাকিব এদের রয়েছে নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী, যার সাহায্যে প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ, এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও, আইনের ফাঁক ফোকর গলে বেড়িয়ে এসে আবারো জড়িয়ে পরছে মাদক সহ বিভিন্ন অপকর্মে। এতে করে হুমকির মুখে পড়তে হচ্ছে স্থানীয় যুব সমাজকে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।