বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের জন্য অনুকরণীয় হতো: চেয়ারম্যান মার্শাল


নিজস্ব প্রতিবেদক
জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের জন্য অনুকরণীয় হতো। বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পুরো দেশে কক্সবাজারের যুব ইউনিট যেন রোল মডেল হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন থেকে ভালর জন্য করা হবে সবকিছু।
শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব ও আজীবন সদস্যদের সাথে নবগঠিত এডহক কার্যনির্বাহী কমিটির মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন নতুন কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সেক্রেটারি অনুপ বড়ুয়া অপু, সদস্য যথাক্রমে রাশেদ হোসাইন নানু, দিদারুল হক সিকদার, তাহমিনা নুসরাত জাহান লুনা, এ এইচ এম ইফতেকখারুল ইসলাম হানিফ, এড. একরামুল হুদা, আলী আহমদ, তাসলিমা রুমানা, বাহাদুর চৌধুরী ও ইউনিট লেভেল অফিসার মোঃ সাইফুল ইসলাম,
সভা শেষে কার্যনির্বাহী কমিটি ইউনিটের বিভিন্ন প্রকল্প অফিস ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এর আগে যুব সদস্যদের প্রধান সমন্বয়ক আশরাফ হোসেন হৃদয়ের নেতৃত্বে যুব সদস্যদের নিয়ে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। পরে নবগঠিত এডহক কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।