বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্টকৃষি প্রযুক্তিমেলা অনুষ্ঠিত
ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনে খুলনার বটিয়াঘাটা উপজেলার কৃষি দপ্তরের তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প”এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৩" এর শুভ সূচনা উপজেলা কৃষি অফিস চত্তরে অনুষ্ঠিত হয় ।


মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তাঁরই সুযোগ্য তনয়া প্রধান মন্তী শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে লাগসই কৃষি প্রযুক্তি, উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনে খুলনার বটিয়াঘাটা উপজেলার কৃষি দপ্তরের তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প”এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৩” এর শুভ সূচনা উপজেলা কৃষি অফিস চত্তরে অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম এর স্বাগত বক্তৃতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চানন বিশ্বাস, এমপি, খুলনা-১ ও হুইপ জাতীয় সংসদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনা,কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্প পরিচালক, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প সহ বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ ও এলাকার গন্যমান্য বেক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
উল্লেক্ষ্য বটিয়াঘাটার কৃষকদের সহযোগিতায় উৎপাদিত কৃষি পন্য সামগ্রীর সমন্নয়ে কৃষি স্টল প্রদর্শন করেন এবং আগামী তিন দিন প্রদর্শনী মাধ্যমে শেষ হবে“ক্লাইমেট-স্মার্টকৃষি প্রযুক্তিমেলা-২০২৩”