বটিয়াঘাটায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত


বটিয়াঘাটা প্রতিনিধি-ঃ
বটিয়াঘাটার জলমা ক্লাস্টারে শৈলমারী দক্ষিণ পাড়া, নোয়াইলতলা ও জলমা মল্লিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক পৃথক পৃথক ভাবে মা সমাবেশের আয়োজন করা হয় । জলমা ক্লাস্টারে ৭৫ জন ,নোয়াইলতায় ৯০জন ও মল্লিক পাড়ায় ৪৬ মায়ের উপস্থিতিেতে উক্ত সকল সমাবেশ ও উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গুলশান আরা ও সহকারী ইন্সট্রাক্টোর বি এম আসিক বিন আজাদ , সহকারী শিক্ষা অফিসার ছবি রানী সরকার । আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরাবিয়া খাতুন , অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথ মল্লিক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজলী বিশ্বাস , প্রধান শিক্ষক আশীষ কুমার বৈরাগী, প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ রায়,সহকারী শিক্ষক হীরা সুলতানা,মনোজ কান্তি, নাহিদ রুনা রিতা,মিল্টন দত্ত, শারমিন চৌধুরী, সুজিত মল্লিক,মেরি রাণী ঢালি, মাধুরী মল্লিক সোহাগ বিশ্বাস ও মিকন বৈরাগী প্রমূখ । সমাবেশে করোনাকালীন শিখন ঘাটতি দূরীকরনে করণীয় ও ছাত্র ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিয়ে আলোকপাত করা হয়। সমাবেশে সহকারী ইন্সট্রাক্টোর বি এম আসিক বিন আজাদ এর পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে সর্বাধিক উপস্থিতির জন্য ০৩ জন ছাত্রকে পুরষ্কার প্রদান করা হয়। বটিয়াঘাটা প্রাথমিক শিক্ষক সমিতি এর পক্ষ থেকে এ মহৎ কাজের জন্য ধন্যবাদ জানানো হয়।