বটিয়াঘাটায় ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত


বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
“বঙ্গবন্ধুর দর্পন,সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে গতকাল শনিবার সকাল ১০ টায় স্হানীয় উপজেলা অডিটোরিয়াম ভবনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বিশেষ অতিথি অবঃপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিখিল চন্দ্র মন্ডল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমিরণ মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শেখ, যুগ্ম সম্পাদক আল আমিন গোলদার, কোষাদক্ষ তরিকুল ইসলাম, সাংবাদিক মোঃ ইমরান হোসেন সুমন, মহিদুল ইসলাম শাহীন,অমলেন্দু বিশ্বাস,কাজী আতিক, মোঃ ইমরান হোসেন, সাবেক মেম্বর নজরুল ইসলাম খান, সমিতির সভাপতি /সম্পাদক দিগন্ত মল্লিক, সাবেক মেম্বর মোঃ খায়রুল ইসলামনহ বিভিন্ন সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন সমিতিকে পুরস্কৃত করা হয়। সভার আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়।