বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মিঠুর নামে ২ টি জিডি


বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়নের নান্না পশারীর ছেলে বেল্লাল হোসেন পশারীকে মোবাইল ফোনে জীবন নাশের হুমকি ও গালিগালাজ করায় গত ৬ ই নভেম্বর বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন। সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠুর নামে। যার নং ২৫৫। তারিখ ০৬/১১/২০২২।
জিডি সূত্রে জানা যায়,সোনাডাঙ্গা পশ্চিম বানিয়া খামার এলাকার সাহেব আলীর পুত্র বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ
মতিন সিদ্দিকী মিঠু,ঘটনার দিন দুপুরের দিকে বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ও বটিয়াঘাটা দলিল লেখক সমিতির বর্তমান সভাপতি মোঃ আমিনুল ইসলামকে জড়িয়ে মোবাইল ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগাল শুরু করে। এসময়ে আমি এ ধরনের ব্যবহারের কারণ জানতে চাইলে তখন আমার বড় ধরনের ক্ষয়ক্ষতি করিবে বলে জীবননাশের হুমকি দেয়। অন্যদিকে মতিন সিদ্দিকী মিঠুর নামে জলমা ইউনিয়নের দুবার নির্বাচিত ইউপি সদস্য অশোক কুমার মন্ডল একটি জিডি করেন যার নং ১১৯৪। তারিখ ২৬/০৭/২২। এছাড়া তার নামে আমিনুল ইসলাম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। একটি সুত্রে জানায়,তার বিরুদ্ধে দলিল লেখক সমিতির বিষয় অসংখ্য অভিযোগ রয়েছে। এমনকি তার নামে কয়েকবার সংবাদ সম্মেলনও হয়েছে। এছাড়া তার সম্পর্কে বর্তমান সাব রেজিষ্টার সবই জানেন।