বটিয়াঘাটায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক-১


বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
রায়পুর ময়নুউদ্দিন এর বাড়িতে রাতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চোর। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার (৪ অক্টোবর ২২) তারিখ গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার রায়পুর এলাকায়। ভুক্তভোগী ও এলাকাবাসি জানায়,এলাকার নূরুল শেখের পুত্র মোঃ রাফি,গফুর শেখ এর ছেলে রাসেল শেখ ও শহিদুল গাজির ছেলে সবুজ গাজি মিলে ময়নুদ্দিন খার এর বাড়িতে যায় চুরি করতে। তখন বাড়ির লোকজন টের পেয়ে রাফিকে আটক করে কিন্তু দুই চোর সুকৌশলে রাতেই পালিয়ে যায়। পরে এলাকাবাসি এক চোরকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় সুরখালী ইউপি চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটুর বলেন,চোর রাফিকে ইসহাক চৌকিদারের মাধ্যমে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
ইতোপূর্বে উক্ত চোরদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পালিয়ে যাওয়া চোরের পরিবারের লোকজনকে থানায় পাঠিয়েছি। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল বলেন,এখনও পযর্ন্ত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করব।