বটিয়াঘাটায় জাঁকজমক পুর্ণ ভাবে যুব দিবস ২০২২ পালিত


মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা :
“প্রশিক্ষিত যুবক,উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায়
১ নভেম্বর বটিয়াঘাটা উপজেলায় পালিত হল জাতীয় যুব দিবস ২০২২।
দিবসটি উপলক্ষে ৪টি যুব সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ১৮ জন যুবকদের মাঝে নয় লাখ দশ হাজার টাকার চেক বিতরন করা হয় ও ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ পত্র সহ যাতায়াত ভাতা প্রদান করা হয়।
সর্বশেষ ৩টি রেজিঃ প্রাপ্ত সংগঠনের মধ্যে মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা র্নিবাহী অফিসার মোঃ মমিনুর রহমান । উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবু বক্কার মোল্লার স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার সরকার,কৃষি অফিসার রবিউল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিআরডিবি অফিসার নাসরিন সুলতানা,পিআইও এমদাদুল হক,বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, অজিত কুমার রায়, মোঃ ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়