বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মীরসরাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান।
মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার সহ-সুপার জহুরুল হক, শিক্ষক হায়দার আলী, একরামুল হক ও মাওলানা ফয়েজুল্লাহার যৌথ সঞ্চালয়ে মাদ্রাসার ছাত্র ইমাম হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বড়তাকিয়ে শাখার ম্যানেজার নাজিম উদ্দিন, ইসলামী ব্যাংক বড়তাকিয়া বাজার শাখার ম্যানেজার আশরাফুল মাওলা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মন্নান সওদাগর প্রমুখ।
বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
তিন দিন ব্যাপি শুরু হওয়া মাদ্রাসার ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিন (২৩ জানুয়ারি) শিক্ষার্থীদের ইসলামি সংগীত, ছড়া কবিতা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এতে ছিল কিরাত, গজল, হামদ, নাত,হাদিস,খেলাধুলা সহ ৬০ টি ইভেন্টে ৬০০ জন্য শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে আগামী ২২ ফেব্রুয়ারি মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠানে।
বিচারকের দায়ীত্বে ছিলেন ডাকঘর হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহঃ) দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউর রহমান,কনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুউদ্দিন মীর শাহিন, আমবাড়ীয়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শামসুউদ্দিন।