বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন বার আউলিয়ার সদ্দার হযরত জাহেদ শাহ (রাঃ) পটভূমিতে বড়তাকিয়া যাহেদিয়া নূরানী কিন্ডারগার্টেন শিক্ষর্থীদের সমাপনী ও হাফেজদের ছবক প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে হাফেজ খাইরুজ্জামান ও মাস্টার নুর উদ্দিনের যৌথ সঞ্চানালয়ে, ছাত্রী নাজনীন সুলতানার কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। হাফেজ খাইরুজ্জামান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফ্জ ও এতিম খানার বিভাগীয় প্রধান মাওলানা সিরাজুল ইসলাম. হাফেজ কাওসার আহমেদ।https://bbsnews24.com
এ সময় আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, দাতা সদস্য ফরিদ আহমদ, সাবেক সেক্রেটারি ও দাতা সদস্য এস এম জাহাঙ্গীর হোসাইন, প্রতিষ্ঠাতা দাতা সদস্য আবদুল মন্নান সওদাগার,মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাখাওয়াত হোসাইন প্রমুখ।
উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, হাফেজ,শিক্ষক, সাংবাদিক, অবিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
হাফেজদের ছবক পাঠ করান ফেনী ছিলনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আহমাদুল্লাহ। ছবক পাঠের পূর্বে উপদেশ হিসেবে তিনি বলেন, কোরআন ছবককৃত হাফেজদের দুটি বিষয়ের উপর একান্ত লক্ষ রাখতে বলেন, হাফেজরা দৈনিক কমপক্ষে তিন পারা কোরআন পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে হবে অবিভাকগদের সব সময় অযুর সহিত কোরআনকে স্পর্শ করা ও সদা সর্বদা সত্য কথা বলা।
মাদ্রাসার পক্ষ থেকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের ক্রেস প্রদান করা হয়, পরিশেষে প্রধান মেহমান মাওলানা আহমাদুল্লাহ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।