ঢাকা

বনগাঁও ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর উপহার ভিডব্লিউবি এর চাউল বিতরণ

বনগাঁও ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর উপহার ভিডব্লিউবি এর চাউল বিতরণ

গোলাম সারওয়ার সজলঃ
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

১৯শে জুন সোমবার সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদে ৭২ জন উপকার ভোগীর প্রত্যেকে ৩০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বনগাঁর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

চাউল বিতরণ শেষে বনগাঁর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি পর্যায়ে উন্নয়ন অব্যাহত রয়েছে।

দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি) ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর দিকনির্দেশনা মেনে বনগাঁও ইউনিয়নে আজ ভিডব্লিউবি এর আওতায় উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হক, বনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য খবির উদ্দিন ও আব্দুল বাতেন, আরিফুর রহমান মিন্টু,নিজাম উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার ও রাশিদা বেগম সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button