বনবিভাগের জমিতে চলছে ভবন নির্মাণের কাজ: বন্ধ করে দিয়েছে প্রশাসন
জমিতে চলছে ভবন নির্মাণের কাজ: বন্ধ করে দিয়েছে প্রশাসন


নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া/রোহিঙ্গা ক্যাম্প এবনবিভাগেরলাকায় সদর বনবিটের বন বিভাগের জায়গা দখল করে একটি সংস্থা দালানঘর নির্মাবনবিভাগেরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাজ বন্ধ করে দিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়,জায়গাটি বনবিভাগের হলে ও ভুমিহীন আনোয়ার ইসলাম ও তার পুর্বপুরুষ ওই জায়গাতে যুগ যুগ ধরে বসবাস করে আসছে।তার বসত ঘরের চারপাশে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠিদের আশ্রয় ও দিয়েছে।
সর্বশেষ তার ঘরের উঠানে ভুক্তভোগী আনোয়ারের দুইটি ঝুঁপড়ি দোকান ভেঙ্গে একটি সেবা প্রতিষ্টান বহুতল ভবন নির্মান করার জন্য প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে।বড় বড় গর্ত করার কারনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী আনোয়ার বলেন,বসত ভিটার আঙ্গিনা পর্যন্ত রোহিঙ্গাদের দিয়ে দিয়েছি।এখন আমার পরিবারকে উচ্ছেদ করার জন্য সেবা প্রতিষ্টান আমার বাড়ির উঠানে ভবন নির্মাণ করে আমাকে কোণঠাসা করে তাদের অর্জিত কর্মকান্ডকে প্রশ্নবৃদ্ধ করতে বসেছে।এবিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্হানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি পরিদর্শনে গেলে নির্মাণকারীরা কোন ধরনের কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে স্হানীয় প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকতা গাজী শফিউল আলম বলেন,বন ও পরিবেশ বিপর্যয় রোধে নির্মিত স্হাপনা নির্মাণ কাজ বন্ধ করা দেওয়া হয়েছে।