ববিতে কাশফুলের ছোঁয়ায় মেতে উঠেছে তরুণতরুণীরা


সৈয়ন নাঈমঃ ষড়ঋতুর বাংলায় বর্ষাকালকে বিদায় জানাতে শুভ্রতার প্রতীক হয়ে ফিরে আসে শরৎকাল। শরৎ এলে বাংলার প্রকৃতি কাশফুলের সাদা-সবুজের সৌন্দর্যে উদ্ভাসিত হয়। নীল আকাশের পানে যেন ছুটছে স্নিগ্ধতা ছড়ানো কাশফুল। নীল আকাশে ভেসে বেড়ায় শ্বেত মেঘের বেলা। শরতের সৌন্দর্যের উপমায় যার নাম থাকে সবার উপরে। এই সময় এলেই কাশফুলের মুগ্ধতায় মেতে উঠে সবার মন। আর এ থেকে বাদ যায় না শোবিজ অঙ্গনের তরুণতরুণীরা।
বাদ পরেনি কীর্তনখোলা নদীর পূর্ব তীরে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক দৃশ্যের কাশফুলের সাদা মেঘের ভেলা। ক্যাম্পাসকে দিয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশের ছোঁয়া। শিক্ষার্থীদের হৃদয়ে এনেছে উচ্ছ্বাস। নজর কেড়েছে শহরবাসীর।
শহরের অদূরে অবস্থিত ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসেন প্রকৃতি প্রেমীরা। মৃদু বাতাসে কাশবনের দোলা হৃদয়ের গভীরে দাগ কাটে তাদের। ঘরবন্দি মানুষ এখানে জীবনের নতুন স্বাদ পেতে থাকেন।
ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, আমরা ভাবতেই পারিনি এতো সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করবো। ভালোলাগার বিষয়টি কল্পনার বাহিরে। এতো সুন্দর পরিবেশে সাদা কাশফুল আর নীল সবুজ আকাশ দেখে মুগ্ধ হয়েছি। দৃশ্য গুলো স্মৃতি হয়ে থাকবে।