বরিশাল
বরিশালে কাউনিয়ায় ভাঙ্গারি দোকানে চলছে চোরাই মালের বাণিজ্য
ভাঙ্গারি দোকানে চলছে চোরাই মালের বাণিজ্য


পারভেজ হোসেন;
বরিশাল জেলায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র বশির খানের চোরাই মালের জমজমাট বাণিজ্য।
আজ ০১-০৬-২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকেল বেলায় আনুমানিক ৪:৩০ মিনিট এর সময় তার দোকানে একটি চোরাই জানালার গ্রিল পাওয়া যায় ঘটনাটি এলাকাবাসির নজরে পরলে এলাকাবাসী কাউনিয়া থানায় কর্মরত অফিসার কে অবগত করলে এস আই সাদ্দাম ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায় এবং চোর সহ দোকান মালিক বশির খানকে থানায় নিয়ে যায়।