বরিশাল আইএইচটিতে শিক্ষক সংকট, চুক্তিতে চলছে শিক্ষা পাঠদান!


সৈয়দ নাঈম, বরিশালঃ যেখানে শিক্ষা হলো অমূল্য সম্পদ সেখানেই চলছে শিক্ষা নিয়ে চুক্তিবদ্ধ। বিষয়টি ভাবনার প্রতিফলন ঘটেছে।
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের বোর্ডের কারিকুলাম অনুযায়ী
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর কলেজগুলোতে বাংলাদেশে সরকারি পর্যায়ে মোট ১৩ টি প্রতিষ্ঠান ডিপ্লোমা এবং বিএসসি কোর্স এ পাঠদান করায়। এর বাইরেও বেসরকারী পর্যায়ে কিছু ইনস্টিটিউট রয়েছে।
মোট বিষয় ৮টি। ১.ল্যাব ম্যাডিসিন ২.ফিজিওথেরাপি ৩.রেডিওগ্রাফি ৪.রেডিওথ্যারাপি ৫.ডেন্টাল ৬.এইসিএ ৭.ওপারেশন থিয়েটার এসিস্ট্যান্ট ৮.ফার্মেসি।
যা সাধারন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সরকারী হাসপাতাল গুলোতে নানান সময় দেখা যায় দক্ষ টেকনোলজিস্ট না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন শ্রেণির মানুষ।
এ সকল সেবার মান বাড়িয়ে দিতে সরকারি বেসরকারিভাবে পড়াশোনার জন্য গড়ে তোলা হয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। তবে দুঃখের বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষক সংকট সহ ইন্সটুমেটের সংখ্যাও কম। যার ফলে ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, বরিশাল ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি কলেজে অনুষদ ৫ টি, তার মধ্যে শিক্ষক সংকট নিয়ে চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান। কিছু কিছু শিক্ষকদের নিয়ে চুক্তিবদ্ধতার মধ্য দিয়ে চলছে শিক্ষা পাঠদান। যার ফলে সাধারণ শিক্ষার্থীদের জ্ঞানশূন্যসহ ভুক্ত হচ্ছে পরিক্ষার হলে। শিক্ষার্থীরা এসব সমস্যার সমাধান (নিয়োগপ্রাপ্ত শিক্ষক ) চেয়ে অতিদ্রুত বাস্তবায়নের জন্য জোড়ালো দাবি জানান তারা।
এ বিষয় কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মানষ কুন্ড বলেন, আমরা প্রায় সময় মন্ত্রণালয়ে জানাই তারপরও তারা ব্যবস্থা না নিলে কিছু করার থাকেনা।