

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল বিমানবন্দর থানাধীন পাংলা গ্রামের জমি জমা সংক্রান্ত বিরোধীদের জেরে রেনু বেগম (৫০) নামের এক নারীকে পিকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত নারী রেনু বেগম বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের মুজাহার মোল্লার স্ত্রী।
পরে স্থানীয়রা আহত কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতসুত্রে জানা গেছে, আহত রেনু বেগমের সাথে তার পার্শ্ববর্তী সত্তার মোল্লার সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।
রেনু বেগমের বাবা চাঁন মোল্লার ১ একর ৮ শতাংস জমি জোরপূর্বক সত্তার মোল্লা জবর দখল করে রেখেছে। আহত সূত্রে আরো জানায়, চাঁন মোল্লার দলিলকৃত জমি সওার মোল্লা দীর্ঘদিন যাবত জোরপূর্বক ভোগ দখল করে আসছে। এ নিয়ে রেনু বেগম ও তার বোন আদালতে একটি ৭ ধারায় মামলা করলে আদালত থেকে সওার মোল্লাকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়।
আর এই নোটিশ পাঠানো কে কেন্দ্র করে প্রতিপক্ষ সওার মোল্লা ক্ষিপ্ত হয়ে রেনু বেগমের উপর হামলা চালায়।গতকাত মঙ্গলবার সকাল দশটার দিকে রেনু বেগম তার বোনের বাসায় যাওয়ার পথে সত্তার মোল্লা লাঠি ও রড দিয়ে রেনু বেগমকে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।
এ সময় প্রতিপক্ষের আঘাতের রেনু বেগমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থান গুরুত্বর জখম হয়। পরে আহতর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
বর্তমানে আহত রেনু বেগম শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।