বিনোদন

বলিউড সিনেমা ‘পিপ্পা’ যশোরের চৌগাছার ঘটনা নিয়ে নির্মিত

যুদ্ধের সিনেমা নির্মাণে বলিউড এগিয়ে। কী অনবদ্যভাবে ফুটিয়ে তোলেন গল্পের প্রতিটি বাঁক। যেন বিনিসুতোর মালায় হৃদয়ে গেঁথে থাকে বহুকাল।

বিবিএস বিনোদন ডেস্ক : নানা দেশের যুদ্ধের প্রেক্ষাপটে দেখা যায় সিনেমা। এবার বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে যশোরের চৌগাছার একটি প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মাণ করল বলিউড। ‘পিপ্পা’ নামে এটি অ্যাকশন থ্রিলার ঘরানার।

মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছিল ভারতীয় মিত্রবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীদের প্রতিহত করে ভারতীয় সেনারা।

পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই পাকিস্তানি সেনাদের শোচনীয় পরাজয় হয়। জানা যায়, পিটি-৭৬ ট্যাংককে ভারতীয় সেনারা ‘পিপ্পা’ নামে ডাকতেন।

সিনেমাটিতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তার প্রেমিকা হিসেবে রয়েছেন ম্রুনাল ঠাকুর। অন্যান্য চরিত্রে দেখা যাবে সোহম মজুমদার, প্রিয়াংশু পেনিয়ুলি ও সোনি রাজদানকে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার।

‘পিপ্পা’র সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী গায়ক এ আর রাহমান। ছবিটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন। ‘দ্য বার্নিং চাফিস’ উপন্যাসে ঘটনাটি লিপিবদ্ধ করেছিলেন ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা। সেই উপন্যাসের প্রেক্ষাপটেই রবিন্দের রানধাওয়া ও তন্ময় মোহনের সঙ্গে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা (আরএসভিপি) ও সিদ্ধার্থ রায় কাপুর (রায় কাপুর ফিল্মস)। তাদের বিশ্বাস, ছবিটি নতুন প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

ছবিটি আগামী ১০ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। যার মাধ্যমে ভারত-বাংলাদেশসহ বিশ্বের ২৪০টি দেশের দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button