চট্টগ্রাম

বাঁশখালীতে আস্ক ইওর লোকাল পুলিশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধিঃ
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ”পিস” প্রকল্প ও বাঁশখালী থানার আয়োজনে আস্ক ইউর লোকাল পুলিশ” শীর্ষক একটি কর্মশালা
৭ অক্টোবর বিকালে কালীপুর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং এর কাজ কী এবং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবেন এসকল বিষয় নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন -বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল উদ্দীন, বাঁশখালী থানার
সেকেন্ড অফিসার রাজিব পদ্দার,বিট অফিসার এবিএম গোলাম কিবরিয়া

এছাড়াও কালীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যাবৃন্দ ও অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এবং এলাকার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, উন্নয়নকর্মী, ছাত্র-শিক্ষক কর্মশালায় অংশগ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button