বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত


মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার(২৯ অক্টোবর) সকাল ১০ টায় বাঁশখালী প্রধান সড়কে র্যালী এবং থানা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও র্যালীতে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, পুলিশ পরিদর্শক আবু জাফর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন,চেয়ারম্যান সালাহ উদ্দিন কামাল, চেয়ারম্যান ইবনে আমিন, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাংবাদিক জোবাইর চৌধুরী, সাংবাদিক জসিম উদ্দিন। উপ-পরিদর্শক রাজীব পোদ্দারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল গফুর, আইনজীবি উত্তম কারণ, ইউপি সদস্য ফাতেমা বেগম, মো. সেলিম উদ্দিন। র্যালীতে অংশগ্রহণ করেন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটস শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ।