বাঁশখালীতে চোলাই মদ সহ ১ মাদক ব্যবসায়ী আটক


মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও ২ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামালসহ ইউপি সদস্যের একটি টিম।
শনিবার ( অক্টোবর ) সকালে মাদক অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা,হলেও বাকি ৭/৮ জন পালাতক।
আটক ব্যক্তিরা হলেন- বাঁশখালী উপজেলার বৈলগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ রাকিব।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামাল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে
বৈলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচা-কেনার আলামতসহ মোঃ রাকিবকে হাতেনাতে আটক করতে পারলে বাকি ৭ থেকে ৮ জন পালিয়ে গেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
জানা যায়, সাইফুল ইসলামের নেতৃত্বে দীর্ঘ ধরে উক্ত এলাকায় অবৈধ মদের দোকান পরিচালনা করে আসছেন।
অভিযান কালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মসিউল আলাম, আব্দুল হামিদ, মো.দেলোয়ার হোসেন,করুণাময় ভট্টাচার্য্য, এবং গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।