চট্টগ্রাম
বাঁশখালীতে পানিতে ডুবে দুই সহোদর নিহত


মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে আপন দুই ভাই নিহত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) ১১ নম্বর পুঁইছরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পশ্চিম পুঁইছরি আরবশাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাইয়ের নাম মিজানুর রহমান (৫) এবং বড় ভাইয়ের নাম মোহাম্মদ শাহীন (৭)। তাদের বাবার নাম মোহাম্মদ সেলিম। তিনি পশ্চিম পুঁইছরি আরবশাহ ঘোনা এলাকার বাসিন্দা। তারা দুজনই স্থানীয় হয়রত আবু বকর (রা.) নূরানী মাদ্রাসার ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেন দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম বলেন,দুপুর দেড়টায় গোসল করতে পানিতে নেমে তলীয়ে যায় ছোটভাই মিজানুর রহমান। বিষয়টি নজরে আসে বড়ভাই শাহীনের। পরে মিজানকে বাঁচাতে পানিতে লাফ দিলে সেও তলীয়ে যায়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।