শিক্ষা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মুশফিকুর রহমান ইমন, চবি প্রতিনিধিঃ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ ২০২৩- ২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ মনোনীত হয়েছেন।

আজ ১২ আগস্ট (শনিবার) ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আমজাদ হোসেন হৃদয় (ঢাবি), যুগ্ম-সাধারণ সম্পাদক তাসনিম হাসান মজুমদার (জাতীয় বি.), সাংগঠনিক সম্পাদক আকিজ মাহমুদ (চবি), সহ সাংগঠনিক সম্পাদক মো. আকিব হোসাইন (ঢাকা কলেজ)।
এছাও অর্থ সম্পাদক সুকান্ত দাস (ইবি), উপ-অর্থ সম্পাদক শাহান শাহরিয়ার হিমেল (ঢাবি), দপ্তর সম্পাদক আজহার মাহমুদ (জাতীয় বি.), উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আলম নূর (জবি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহম্মদ সজীব প্রধান (বশেমুরবিপ্রবি), প্রচার সম্পাদক আসাদুজ্জামান বুলবুল (চবি), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ শাওন (ইবি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শ্যামলী খাতুন (ইবি) এবং ৩ জন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে নাজমুন নাহার জেমি (রাবি), মমিনুর রহমান (বেরোবি), হালিমা আক্তার (ঢাবি) মনোনীত হয়েছেন বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।

গত ৩১ জুলাই ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ফয়সাল আহাম্মদ এবং মারজুকা রায়না স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাহদী হাসান (ঢাবি) কে সভাপতি ও ওয়ালিউল্লাহ (ইবি) কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এসময় আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button