ঢাকা

বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তিতে প্রথম বার্ষিক সাধারণ সভা হয়। এসময় সংগঠনের উদ্যোগে প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ “ইনসাইড দ্য ফ্রেম এর প্রকাশনা উৎসব ও চলচ্চিত্র শিক্ষার্থীদের নির্মিত ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় রাজধানীর আলিয়াঁস ফ্রঁসেজ এ।

“ইনসাইড দ্য ফ্রেম” বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন- বিএফএসএ এর উদ্যেগে প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ। বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক চলচ্চিত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকাশিত প্রথম চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ এটি। চলচ্চিত্র শিক্ষার্থীদের ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনাকে একত্রিত করার প্রয়াসে, তাদের মতামত ও বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। বইটির ভূমিকা লিখেছেন বিখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভায় সংবিধান পাস, সদস্য কার্ড হস্তান্তর, পুরাতন কমিটি বিলুপ্তি এবং নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আলম আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন এর শিক্ষার্থী সাদমান শাহরিয়ার শিহির।

সাংগঠনিক কাজ শেষে চলচ্চিত্র শিক্ষার্থীদের নির্মিত ৬ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় যেটি সকলের জন্য উন্মুক্ত ছিলো। অনুষ্ঠানে বিএফএসএ সদস্য, চলচ্চিত্র শিক্ষার্থী,শিক্ষক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button