আইন-আদালত

বাউফলে সাবেক বস্ত্রমন্ত্রীর বাসার কাজের লোকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের

সাবেক বস্ত্রমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের ব্যাক্তিগত সহকারী ও সাবেক চীপ হুইপ আ.স.ম ফিরোজ এমপি’র বাসার কাজের লোক মোঃ ইউনুস হাওলাদারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বরিশাল দুর্নীতি দমন কমিশন দুদকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি:  গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার এ অভিযোগ দায়ের করেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আহাম্মদ হাওলাদারের পূত্র মোঃ জাকির হাওলাদার। অভিযুক্ত মোঃ ইউনুস হাওলাদার বাউফল কাছিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পূত্র।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, মোঃ ইউনুস হাওলাদার বর্তমান সাবেক বস্ত্রমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের ব্যাক্তিগত সহকারী ও সাবেক চীপ হুইপ আ.স.ম ফিরোজ এমপি’র বাসার কাজের লোক হওয়ার সুবাদে তাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি ও এলজিইডির বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড় করে দেবার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। একই সাথে বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন বহুতল ভবন দেওয়ার কথা বলেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন এই মোঃ ইউনুস হাওলাদার। বিভিন্ন গরীব অসহায় মানুষ যাদের ব্যাক্তিগত খরচে টিউবওয়েল বসানোর সামর্থ্য নেই তাদের সরকারী টিউবওয়েল দেয়ার কথাবলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। পরবর্তীতে তাদের টিউবওয়েল না দিয়ে মাসের পর মাস ঘুরাতে থাকে এবং গরীব অসহায় মানুষ তাদের দেওয়া টাকা ফেরত চাইলে তাদের বিভিন্নভাবে হুমকিধামকি দেয় বর্তমানে এ.বি.এম রুহুল আমিন হাওলাদারের ব্যাক্তিগত সহকারী ইউনুস। অভিযোগে উল্লেখ রয়েছে ইউনুস হাওলাদার তার নিকটতম আত্মিয় স্বজনদের নামে ঢাকায় একাধীক ফ্লাট ও গাড়ি ক্রয় করেছেন।

এছাড়া তার নিজের জন্মস্থান পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নামে বেনামে অনেক জমি-জমা ক্রয় করেছেন। সে ক্ষমতার অপব্যবহার করে বাউফল ডিসি রোডে ও বাকেরগঞ্জ সিমান্তবর্তি কবাই ইউনিয়নের ইটখোলার দক্ষিন দিকের চর, ফরিদপুর ইউনিয়নের জনতাবাজারের উত্তরপাড়ের প্রায় ৫ একর খাসজমি ভোগদখল করে আসেছে। ইউনুস অবৈধভাবে অর্জিত টাকা নিজের একাউন্টে না রেখে তার স্ত্রী, সন্তান ও ভাই বোন এবং তার এক ভায়রা ভাই যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল হিসাবে কর্মরত রয়েছেন তার একাউন্টে জমা রাখছেন।

এ বি এম রুহুল আমিন হাওলাদারের কাছ থেকে ইউনুস মাসিক বেতনপান ৩০ হাজার টাকা। অথচ তার পারিবারিক মাসিক খরচ দুই লক্ষাধিক টাকার উপরে। এই বিপুল পরিমান খরচের টাকা তিনি কোথায় পান এমন প্রশ্ন রেখেছেন অভিযোগকারী মোঃ জাকির হাওলাদার। অভিযোগে আরও উল্লেখ রয়েছে ইউনুস হাওলাদার মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ কাজ করে আসছেন।

ইউনুসকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ন তথ্য দিতে পারবে বলে অভিযোকারীর ধারনা। অভিযোগের সূত্র ধরে খোঁজ নিয়ে জানাগেছে, ক্লিন ইমেজের পাওয়ারফুল এই ২ প্রবীণ নেতার নাম ভাঙিয়ে দীর্ঘ বছর ধরে মোঃ ইউনুস হাওলাদার বাউফল ও বাকেরগঞ্জ সিমান্তবর্তি ডিসি রোড সংলগ্ন সরকারি খাসজমি জবর দখল করে ভোগ করে আসছেন। স্থানীয় বাহেরচর কাছিপাড়ার বখতিয়ার সিকদারের পূত্র মোঃ ইব্রাহিম সিকদার, মোঃ ইউনুস খানের পূত্র মোঃ ছলেমান খান, কাছিপাড়ার মোঃ আহাম্মদ হাওলাদারের পূত্র মোঃ জাকির হাওলাদার, পোনালিয়া কাছিপাড়ার বাসিন্দা মোঃ মহাসিন আকন, মোঃ মহিউদ্দিন খান সহ মোঃ ইউনুস হাওলাদার তার আরও সাঙ্গপাঙ্গদের সাথে জোটবেধে বাউফলের চরের শত শত একর খাসজমি ভোগ দখল করে আসছেন। এ সরকারী খাসজমি কজ্বায় রাখতে মোঃ ইউনুস হাওলাদার একটি ভূমিদস্যু বাহিনী গঠন করেছেন বলে অসমর্থিত সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। বাউফলের খেয়াঘাট, বাহেরচর জনতারহাট খেয়াঘাট গুছ প্রক্রিয়ায় খেয়ে আসছেন মোঃ ইউনুস হাওলাদার। কবাই ইউনিয়নের ইটখোলার দক্ষিন দিকের চর, ফরিদপুর ইউনিয়নের জনতাবাজারের উত্তরপাড়ের প্রায় ৫ একর খাসজমি দখল করে আসেছেন বিতর্কিত মোঃ ইউনুস হাওলাদার।

গত বছর ইউনুসের নির্দেশে কাছিপাড়া ২নং ওয়ার্ডের মেম্বার মামুনের মালিকানাধীন চরের জমিতে রোপনকৃত শত শত মন ধান জোড়পূর্বক কেটে নিয়েছেন ইউনুসের সাঙ্গপাঙ্গরা। এবিষয়ে অভিযুক্ত মোঃ ইউনুস হাওলাদারের ব্যবহৃত ০১৭১১…৭১৪ নাম্বারে একাধিকবার কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button