বাকেরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন


সফিক খান, বাকেরগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো. বশির উদ্দিন সিকদার। এ সময় প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন তিনি।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি রঙ্গশ্রী ইউনিয়নসহ উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আর পূজা পালনে যেন কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার। এ সময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
এ সময় রঙ্গশ্রী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।