বাকেরগঞ্জের সাবেক এমপি আবুল হোসেন খানসহ ১৫ জন গ্রেফতার
সাবেক এমপি আবুল হোসেন খানসহ ১৫ জন গ্রেফতার


শাহিন হাওলাদার,বরিশাল প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন দলটির নেতা-কর্মীরা।
বুধবার সকাল ৭ টায় বরিশাল সিএন্ডবি রোড এলাকা থেকে বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানকে পুলিশ গ্রেফতার করে।

এ সময় তার সাথে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিনসহ ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে যানবাহন চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করে বিএনপি। ঘটনাস্থল থেকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানসহ কয়েক জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।