বরিশাল
বাকেরগঞ্জে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাজিব তালুকদার
ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিল্পপতি রাজিব আহমেদ তালুকদার পিয়াল।
রবিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার সময় তিনি ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।