বাকেরগঞ্জে আ’লীগের মনোনয়ন কিনেছেন শাহনাজ পারভীন রানী
ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন রানী।
রবিবার (১৯ নভেম্বর) বেলা ২ টার সময় তিনি ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ পৌরসভার একাধিকবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এরপর তিনি বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদের সাবেক সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের পরিচালক পদে নিযুক্ত রয়েছেন।