বাকেরগঞ্জে কৃষকলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় ৩ জন গ্রেফতার
কৃষকলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় ৩ জন গ্রেফতার


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানের উপর হামলা ও তাকে হত্যার চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন নিজাম উদ্দিন (৫২), ইমাম হোসেন (২০) ও জাহানারা বেগম (৪০)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯ টায় রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৫ জনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার রংশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফলাঘর গ্রামের নিজাম উদ্দিনের দুই পুত্র ইমাম হোসেন ও নিরব হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় হাঁস-মুরগি চুরির সাথে জড়িত।
এ বিষয় নিয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান ও ইউপি চেয়ারম্যান একাধিকবার সালিশ বৈঠক করেন। কয়েকদিন আগে জাহানারা বেগমের ইন্দনে তার দুই পুত্র ইমাম হোসেন ও নিরব হোসেন ফলাঘর গ্রামের মাকসুদা বেগমের মুরগি চুরি করে খেলে এনিয়ে সালিশ বৈঠক হয় এবং বৈঠকে ইউপি সদস্য মুজিবুর রহমান তাদেরকে ভবিষ্যতে আর চুরি না করার জন্য সতর্ক করেন। এতেই চোরেরা ইউপি সদস্যের উপর আক্রোশ পোষণ করে তাকে খুনজখমের হুমকি দেয়।
মঙ্গলবার বিকেল ৪ টার সময় মামুন মিয়া, নিজাম উদ্দিন, ইমাম হোসেন, নিরব হোসেন ও জাহানারা বেগমসহ অজ্ঞাতনামা ৪-৫ জন হাতে দা ও লাঠিসোটা নিয়ে ফলাঘর গ্রামে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। এসময় তার স্ত্রী শাহানাজ বেগম বাসা থেকে বের হলে তাকে মারধর ও শ্লীলতাহানী করে তার স্বামী মেম্বার মুজিবুরকে পেলে খুনজখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
ওইদিন রাত ৯ টার সময় উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মুজিবুর রহমান ইউপি চেয়ারম্যানের সাথে একটি সালিশ বৈঠক করছিলেন। ওইসময় মামুন মিয়া ও নিরব হোসেনের নেতৃত্বে ৮-১০ জন পরিষদে গিয়ে তার উপর হামলা করে তাকে হত্যার চেষ্টা করে। উপস্থিত সালিশদার স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তিনি হামলা থেকে বেঁচে যান। পরে স্থানীয়রাহামলাকারী নিজাম উদ্দিন, ইমাম হোসেন ও জাহানারা বেগমকে আটক করে পুলিশের সোপর্দ করে।
থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, বঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমানের উপর হামলা ও আহতের ঘটনায় মামলা নিয়ে ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।