বাকেরগঞ্জে গিয়াস ম্যানশনের মালিকের বিরুদ্ধে ভাড়াটির ঘর চুরির অভিযোগ


রিপোর্ট: মুহা. সফিক খানঃ
বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা জিয়া হায়দার খানের ভাড়া বাসা চুরির অভিযোগ উঠেছে ঘর মালিকের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত আসাদুল হক খানের পুত্র বীর মুক্তিযোদ্ধা মো. জিয়া হায়দার খান। বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের টিএনটি সড়কের গিয়াস উদ্দিন হাওলাদারের “গিয়াস ম্যানশন” নামের একটি টিনসেড কক্ষ ভাড়া নিয়ে ৬ মাস যাবৎ পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। প্রতি মাসের ঘর ভাড়ার টাকাও সঠিক সময়ে পরিশোধ করতেন তিনি। হঠাৎ করে গত ১০ অক্টোবর ঘর মালিক গিয়াস উদ্দিন অসৎ উদ্দেশ্যে জিয়া হায়দারকে বাসা ছেড়ে দেয়ার জন্য জানান। গত ২০ অক্টোবর মুক্তিযোদ্ধা জিয়া হায়দার তার জরুরী কাজের জন্য গ্রামের বাড়িতে গেলে সেই সুযোগে গত ২৩ অক্টোবর ঘর মালিক গিয়াস, তার স্ত্রী আইরিন নাহার ও পুত্র আমিনুল ইসলাম ঘরের তালা ভেঙে ব্রীপকেসের মধ্যে রক্ষিত নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা চুরি করাসহ ঘরের সমস্ত আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে প্রায় ১০ হাজার টাকা ক্ষতিসাধণ করে। ভাড়াটিয়া জিয়া হায়দার উক্ত ঘটনার প্রতিবাদ করলে তাকে বিভিন্ন প্রকারের খুন-জখমের হুমকি দেয়। ভাড়াটিয়া জিয়া হায়দার জীবনের নিরাপত্তায় আসামীদের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করে দেবেন বলে উভয় পক্ষকে অনুরোধ জানান। এর পর থেকেই ঘর মালিক প্রতারক গিয়াস তার অপকর্মের ফলে নিশ্চিত দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে কোন মীমাংসায় না বসে বিভিন্ন প্রকারের টালবাহানা করে কালক্ষেপণ করে আসছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী জিয়া হায়দার।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা জিয়া হায়দার প্রশাসনের মাধ্যমে বিষয়টি সঠিকভাবে তদন্ত সাপেক্ষে ঘর চুরির সাথে জরিত অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।