বরিশাল

বাকেরগঞ্জে তালিকা ভুক্ত জেলেদের বেন্দিজালে মরছে ইলিশ: দেখার কেউ নেই

গতকাল শনিবার বাকেরগঞ্জে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে জেলেদের মাঝে ১৭টি গরু বিতরণ করা হয়।

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি: অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সভা সেমিনারের মধ্য এসব অনুষ্ঠান সীমাবদ্ধ থাকলেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র (রবিবার ২৬ ০২ ২৩) বাকেরগঞ্জের পাণ্ডবে মেলে জেলেদের ভিন্ন চিত্র সরকার মা ইলিশের উপর বাইশ দিনের নিষেধাজ্ঞা আরোপের ফলে নদীতে যে ছোট ইলিশ গুলো বেন্দি জাল দিয়ে মেরে ফেলা হচ্ছে।

স্থানীয়রা জানান অমল দাস, বিমল দাস, বসির হাওলাদার, শান্ত পাথর, ইন্দ্র পাথর, তাদের বাড়ি দক্ষিণ সাদিস ও মুইনখালী এলাকায় তারা প্রতিদিন এই ছোট ইলিশ মাছগুলোকে ধরে কেজি হিসাবে বিক্রি করছে গাও গ্রামে, সরকারি সব অনুদান পেলেও তাদের নিষিদ্ধ এই বেন্দি জাল দিয়ে মাছ ধরা থেমে নেই। মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন নয়া শতাব্দীকে জানান আমি ট্রেনিংয়ের উদ্দেশ্যে ভাই বরিশালে যাচ্ছি দুই একদিনের মধ্যে অভিযান পরিচালনা করব।

অনশনে থাকা রাবেয়া বেগম জানান, ছয় বছর আগে মেয়েকে পূর্ব কালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা-যাওয়ার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদের (৫০) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

নদীর পাড়ের বাসিন্দারা বলেন এত ছোট মাছ এক কেজিতে ২০০ থেকে ৩০০ মাছ ওঠে, অত্র এলাকার ইউপি সদস্য হাবিবুর রহমান বাদল বলেন এই মাছগুলো মারা না পড়লে দেশের আমিষ এর চাহিদা পূরণ করে বিদেশ এই মাছ রপ্তানি করা যেত এদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। অভিযুক্তরা মাছ ধরার কথা অস্বীকার করে বলেন আমরা পেশাদার জেলে আমরা বেন্দি জাল দিয়ে ছোট ইলিশ ধরার বিরুদ্ধে একটি চক্র আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button