আন্তর্জাতিক

বাখমুত দখলে আক্রমণ জোরদার করলো রুশবাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের লক্ষ্যে নিজেদের আক্রমণ জোরদার করেছে রুশবাহিনী। টানা কয়েক সপ্তাহ ধরেই শহরটি দখলে আক্রমণ চালিয়ে আসছে তারা। ইউক্রেনীয় পদতাকি বাহিনীর কমান্ডার সেখানকার পরিস্থিতিকে তীব্র উত্তেজনাপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবিএস আন্তর্জাতিক ডেস্ক: বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর সামরিক রসদ সরবরাহ বন্ধে ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনীসহ রুশ সেনারা জোরদার চেষ্টা চালাচ্ছে। যা ইঙ্গিত দিচ্ছে চলমান যুদ্ধের একটি রক্তক্ষয়ী লড়াই হতে পারে এটি। সরবরাহ বন্ধ করে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ বা পিছু হটতে বাধ্য করতে চায় রুশ বাহিনী।

ডনেস্ক অঞ্চলের শিল্প শহর বাখমুত দখল করতে পারলে তা হবে গত কয়েক মাসে যুদ্ধে রুশদের বড় অর্জনগুলোর একটি। এছাড়া এই শহরটি দখলের ফলে ডনেস্ক অঞ্চলের শেষ নগরকেন্দ্রও তারা দখল করতে পারবে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বাখমুতের আকাশে রুশ যুদ্ধবিমান এসঅইউ-২৫ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়াগনার গ্রুপের ভাড়াটে এক সেনা বলছেন, এসব দেখলে মানসিক শক্তি পায় তারা।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, বাখমুতের আশেপাশের বসতিগুলোতে গোলাবর্ষণ করছে রাশিয়া।

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তারা বলেছে, গত দিন আমাদের সেনারা শত্রুদের ৬০টির বেশি আক্রমণ প্রতিহত করেছে।

সোমবার ওই এলাকা সফর করা রয়টার্সের এক সাংবাদিক বলেছেন, ইউক্রেনীয় সেনাদের পিছু হটার কোনও ইঙ্গিত তিনি দেখতে পাননি। রাশিয়ার ক্রমাগত গোলাবর্ষণ চললেও নতুন সেনা ইউক্রেনীয় সেনারা রণক্ষেত্রে আসছে।

ইউক্রেনের ৯৩তম সেপারেট মেকানাইজড ব্রিগেডের এক অজ্ঞাত সেনা টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ২৮ ফেব্রুয়ারি, বাখমুত শহর অগ্নিগর্ভ, শত্রুরা তীব্র আক্রমণ চালিয়েছে। তার এমন বক্তব্যের সময় বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

ইউক্রেনের সামরিক বিশ্লেষক ওলেহ ঝদানভ একটি ভিডিও বার্তায় বলেন, ‘বাখমুতের দক্ষিণ অংশই একমাত্র এলাকা যা সুম্পূর্ণভাবে ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। অন্য সব অঞ্চলের অবস্থা অনিশ্চিত হয়ে পড়েছে।’

বাখমুতকে ইউক্রেনের দূর্গ বলে আখ্যায়িত করে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বাখমুত রক্ষায় শেষ পর্যন্ত লড়াই হবে। রুশবাহিনী অব্যাহতভাবে আমদের প্রতিরক্ষায় ব্যবহৃত হতে পারে এমন সব কিছু ধ্বংস করে চলেছে।’

কর্দমাক্ত অবস্থা
ডনেস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনারা কর্দমাক্ত পরিখার মধ্যে অবস্থান নিয়েছে। উষ্ণ আবহাওয়ার কারণে বরফ গলে এই অঞ্চলটি এখন কর্দমাক্ত হয়ে পড়েছে।

‘উভয় পক্ষই যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে। কেননা, বসন্ত হলে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হবেই। কাঁদার মধ্যে এগিয়ে যাওয়া অসম্ভব’, বলেছেন ইউক্রেনীয় ফ্রন্টলাইন রকেট লঞ্চার ব্যাটারির কমান্ডার মাইকোলা।

তবে ইউক্রেনীয় সেনারা জানিয়েছেন, যেকোনও পরিস্থিতে যুদ্ধের জন্য তারা তৈরি।

রয়টার্সের প্রতিনিধি বেশ কয়েকটি সামরিক যান কাঁদায় আটকে থাকা অবস্থায় দেখতে পেয়েছেন।

ইউক্রেন বলছে, রাশিয়ার সেনাবাহিনীতে নতুন নিয়োগকৃত লক্ষাধিক সেনাকে নিয়ে আক্রমণ জোরদার করেছে রুশবাহিনী। রুশদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী বাখমুতের কাছে একটি ইউক্রেনীয় অস্ত্র গুদাম ধ্বংস এবং মার্কিন নির্মিত রকেট ও ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

পরে ইউক্রেনের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় দুটি রুশ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রে এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রুশ মন্ত্রণালয় কোনও প্রমাণ হাজির না করে অভিযোগ করেছে, ইউক্রেনে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে উসকানি সৃষ্টির পরিকল্পনা করছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button