বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শার বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রী কলেজ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল(এমবিবিএস) ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া দুই শিক্ষার্থী আল জুবায়ের ও তাকিয়া সুলতানা নামে দু শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) সকালে কলেজের হলরুমে তাঁদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজ থেকে মেডিকেলে চান্স পায়েছে দুই শিক্ষার্থী
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ শিক্ষক নূর হুসাইন,আলমগীর কবির,আনোয়ারুল ইসলাম,মাসুদুর রহমান মিলন প্রমুখ।
আল জুবায়ের উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
তাকিয়া সুলতানা উপজেলার বাগআঁচড়া গ্রামের ফারুক আহমেদের মেয়ে। সে মানিকগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
তারা দু জন পিএসসি ও জেএসসিতে জিপিএ ৫ পেয়ে বৃত্তি অর্জন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়ে উত্তির্ন হয়েছিলো।
জুবায়ের বলেন, আলহামদুল্লা, আমি খুব খুশি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি এবং গরীব দুঃখীদের সেবা করতে পারি।
তাকিয়া বলেন, ছোট বেলা থেকে ইচ্ছা ছিলো ডাক্তারি একটা মহান পেশায় নিয়োজিত হবো। আল্লাহ আমার সে আশা পুরন করেছেন। আমি পড়াশুনা শেষ করে ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারি। সকলে দোয়া করবেন।
আফিল উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য রফিকুল ইসলাম বলেন, এ বছরও আমাদের কলেজ থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজ এ আমাদের দু শিক্ষার্থী চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক এবং আরো বেশী শিক্ষার্থী যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাই সে মনোবাসনা নিয়ে তারা পড়াশোনা করুক।