মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
শার্শার বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
বৃহস্প্রতিবার (২৮ নভেম্বর) বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের হলরুমে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।https://bbsnews24.com
দারুল আমান শিক্ষা সদনের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কাজী আনোয়ার হুসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শার চালিতাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক (অব:) মিজানুর রহমান।
এসময় বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তার, দারুল আমান মসজিদের ঈমাম শহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেনসহ স্কুলের শিক্ষক গন, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।