খুলনা

বাঘারপাড়ায় ২ ডাকাত আটক

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ আরও দুজনকে আটক করেছে। এরা হলো খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের গোলাম রসল (৩৮} ও আড়ফাঙ্গাসিয়া গ্রামের মনু মোল্লার স্ত্রী মাহফুজা বেগম (৫৮)। গত ৬ ডিসেম্বর ভোরে তেরখাদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে স্বর্নালঙ্কারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার ভোররাত পর্যন্ত গোপালগঞ্জ কাশিয়ানি, নড়াইল লহাগড়া, খুলনা তেরখাদা ও যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ জন ডাকাতকে আটক করে এবং ডাকাতিকালে লুন্ঠিত স্বর্ণালংকার ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করে।

যশোর পুলিশের মুখপাত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার আজ বুধবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ১৮ অক্টোবর রাতে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে ডাকাতি হয়। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে ডাকাত চক্রের সন্ধান বের করেন।
এরপরে ডাকাতির সাথে জড়িত নড়াইল জেলার লহাগড়া উপজেলার জহুর মোল্যার ছেলে আরজ আলী (৪৫). গোপালগঞ্জ জেলার কাশিয়ানির সফলি গ্রামের বাবু শেখের ছেলে তরিকুল ইসলাম (৩২), আব্দুর রহমানের ছেলে সবুজ কাজি, গফ্ফারের ছেলে বোরহান (৩৫), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চালনা গ্রামের ওহিদ মোল্যার ছেলে নাছিম মাহমুদ (২৭), তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের কলিন মোল্যার ছেলে ওহিদ মোল্যা (৪০), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের আক্তার সরদারের ছেলে রুবেল সরদার (৩৪), কালিয়া উপজেলার জোজার চরের হেমায়েতের ছেলে শাহ আলী বাবু (৩৮), তেরখাদার আদমপুর গ্রামের মিরাজ শেখের স্ত্রী আফরোজা (৩২) ও একই এলাকার মুকুলের ছেলে সুনমা বিশ্বাস। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২২ হাজার টাকা, চার ভরি ১১ আনা স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল।

এদিকে বাঘারপাড়ার করিমপুর গ্রামের আরাফাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ৪ জনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো নড়াইল লোহাগাড়ার কুমড়ি গ্রামের জহুর মোল্যার ছেলে আরজ আলী, কালিয়ার জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে শাহ আলী বাবু, গোপালগঞ্জের কাশিয়ানির ফলসি গ্রামের মৃত আব্দর রহমান কাজীর ছেলে সবুজ কাজী, ফলসি চাঁদড়া গ্রামের মৃত আব্দুল গফ্ফার সরদারের ছেলে বোরহান সরদার।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৮ অক্টোবর গভীর রাতে আরাফত হোসেন বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজন জিম্মি করে সোনার গহনা, নগদ টাকা, দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোনসহ ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আরাফত হোসেন বাদী হয়ে গত ১৯ অক্টোবর বাঘারপাড়া থানায় একটি ডাকাতি মামলা করেন। ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ভোর পর্যন্ত গোপালগঞ্জ নড়াইল ও খুলনা এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১০ জনকে আটক করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার ওই চারজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদন শুনানি শেষে বিচাক প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া আসামীদের স্বীকারোক্তি মতে ৬ ডিসেম্বর ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ গোলাম রসুল ও মাহফুজা বেগমকে আটক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button