চট্টগ্রাম

বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেছেন নুরুল ইসলাম খাঁন (সও:)

নুর মোহাম্মদ সিকদার: :

কক্সবাজার জেলার উখিয়ার ঐতিহ‌্যবাহী কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেছেন সাবেক দুই দুই বারের সফল অর্থসম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব‌্যবসায়ী কুতুপালং বাজারের পরিচিত মুখ ব‌্যবসায়ী ভাইদের হয়ে দীর্ঘদিন থেকে কাছ থেকে নেতৃত্ব দেওয়া সফল ব‌্যবসায়ী নুরুল ইসলাম খাঁন (সও:)।

উখিয়ার কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষনার পূর্ব থেকে নির্বাচনের প্রচার প্রচারনায় গণসংযোগে ব‌্যস্ত সময় পারছেন সম্ভাব‌্য বিভিন্ন পদে ঘোষিত প্রার্থীরা। তার মধ‌্যে এগিয়ে আছেন ডজন খানেক তরুন নেতৃত্বদানকারী ব‌্যবসায়ীরা। ঘোষিত প্রার্থীদের মধ‌্যে জনপ্রিয়তায় এগিয়ে তরুন ব‌্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বিশিষ্ট ব‌্যবসায়ী সাবেক সফল অর্থ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি তরুণ ব‌্যবসায়ী নুরুল ইসলাম (সও:)।

কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুরুল ইসলাম খাঁন (সও:) বলেন, আমি দীর্ঘ দিন থেকে বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়ে দুই দুই বার অর্থ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি হিসাবে সফলতার সাথে আমার কাছে অর্পিত দায়িত্ব সততার সহিত পালন করে আসছি। আগামীতেও ব‌্যবসায়ী ভাইয়েরা আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে বিগত দিনের ন‌্যায় অবহেলীত অধিকার বঞ্চিত ব‌্যবসায়ীদের জন‌্য কাজ করে যাব বলে প্রতিজ্ঞা করছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button