বাজার সমিতি’র নির্বাচন: ফুলেল শুভেচ্ছায় শিক্ত ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন


নুর মোহাম্মদ সিকদার:
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির (রেজি নং-২৫১০) আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ও নির্বাহী সদস্য পদে যথাক্রমে মোঃ ইসমাইল, আহমদ উল্লাহ, সাদ্দাম হোসেন, রফিক উদ্দিন, আবুল আলমসহ রাজাপালং ইউপির সদস্য(০৯) ওয়ার্ড ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উখিয়ার রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র সমিতির আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা।
এসময় উপস্থিত ছিলেন, অত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী জহির আহাম্মদ(সও:), সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, অপু বড়ুয়া, মোঃ ইসমাইল, আহমদ উল্লাহ, সাদ্দাম হোসেন, রফিক উদ্দিন, আবুল আলম প্রমূখ।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও রাজাপালং ইউপির ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার সকলের উদ্দেশ্যে বলেন, বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও আসন্ন নির্বাচনে অংশগ্রহনকারীদের জন্য শুভ কামনা রইল।
তিনি আরো বলেন, আমি অত্র সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে বলতে চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে,আমি চাই উঠে আসুক সৎ ও যোগ্য নেতৃত্ব।