জাতীয়
বিএনপির সমাবেশ ঘিরে প্রশাসনকে মন্ত্রিপরিষদের নির্দেশনা


বিবিএস নিউজ ডেস্ক: আগামী ২৮ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ ঘিরে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দেওয়া হয়।
সোমবার সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।