জাতীয়দেশজুড়ে

বিএনপি’র সমাবেশ নিয়ে আতঙ্ক

বললেন ওবায়দুল কাদের

বিবিএস নিউজ ডেস্ক: নেতাকর্মীদের সঙ্গে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধির সামনে ওবায়দুল কাদেরনেতাকর্মীদের সঙ্গে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধির সামনে ওবায়দুল কাদের

আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র সমাবেশ নিয়ে ‘মানুষ আতঙ্কে আছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সমাবেশের নামে বিশৃঙ্খলা ও বাড়াবাড়ি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।’

সোমবার (৫ ডিসেম্বর) গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপির) শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আছে, সেটি তারা করুক। কিন্তু দেশের মানুষ আতঙ্কে কেন? কেন তারা আতঙ্কে থাকবে? মানুষের আতঙ্ক দূর করতে হবে। বিরোধী দলের অধিকার আছে বলে আমরা ছাড় দিয়েছি।’

বিএনপিকে ‘সকল অগণতান্ত্রিক শক্তির বিশ্বাসযোগ্য ঠিকানা’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অশুভ শক্তি, জঙ্গিবাদী শক্তি এখনও গণতন্ত্রের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। দলটি হচ্ছে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিক বিশ্বাসযোগ্য ঠিকানা। গণতন্ত্র বিকাশে অন্তরায়।’

সোহরাওয়ার্দীর সমাধি

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সেলিম মাহমুদ, জাহানারা বেগম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button