বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাগআঁচড়া বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত নৈরাজ্য, অগ্নি-সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৮ভিসেম্বর ) বিকাল ৪ টায় বাগআঁচড়া ইউনিয়ানের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুলের সভাপতিত্বে বিকালে মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,কায়বা ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ টিংকু, কায়বা ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।
এ সময় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল হাসান তুতুল,ছাত্রলীগের বাগাআঁচড়া কলেজ শাখার সভাপতি অহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু,আলী আহম্মাদ,শামীম হোসেন,শুভ,মহিদ কায়বা ও বাগআঁচড়া ইউনিয়নের (মেম্বার) সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।