চট্টগ্রাম

বিদেশি সিগারেট ও মদসহ এক চোরাকারবারিকে আটক

এইচ.কে রফিক উদ্দিন উখিয়াঃ
উখিয়া থানাধীন পালংখালী এলাকায় বিদেশী সিগারেট ও মদসহ মোঃ মিজানুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল শনিবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ মনিরঘোনা সাইক্লোন সেন্টারের সামনে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির নিকট হতে ১২টি বিদেশী কাচের মদের বোতল ও ১২৭ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম হোয়াইক্যং ১নং ওয়ার্ড মনিরঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (২৭) বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ধৃত ব্যক্তি অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মায়ানমার সীমান্ত হতে অবৈধ ভাবে মাদকদ্রব্য বিদেশী মদ ও বিদেশী সিগারেট বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজত ঘটনাস্থলে অবস্থান করছিল। উপরোল্লিখিত বিদেশী সিগারেট ও বিদেশী মদসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button