

” বৃষ্টি হয়ে এসো “
সুপ্রিয়া বাড়ৈ
আকাশে আজ মেঘের ঘনঘটা
মাটির ওপর আছড়ে পড়ছে
ঋতুর প্রথম বৃষ্টি,
এ যেনো এক অমোঘ মায়া
অত্যাশ্চর্য এক সৃষ্টি।
গুল্ম লতা নুইয়ে পড়ে
বৃষ্টির এতো তেজ,
তবুও যেনো বৃষ্টি ছাড়া
প্রকৃতি নিস্তেজ।
তুমি যদি আসো তবে
বৃষ্টি হয়েই এসো,
বৃষ্টির মতো স্নিগ্ধ হয়ে
আমায় ভালোবেসো।
একসাথে দুজন হাটবো মোরা
বৃষ্টি ভেজা ঘাসে,
দুঃখ গুলো কাটিয়ে নেবো
যদি ও বা ঝড় আসে।
আকাশ যখন মেঘ নামক
মন খারাপে রপ্ত,
বৃষ্টি তখন সেই আকাশের
মন ভালো করায় মত্ত।
তুমিও এসো তেমন করে
যখন মন খারাপের ক্ষণ,
ভালো থাকার কারণ হইয়ো
হইয়ো সুখের বিজ্ঞাপন।
” সুপ্রিয়া বাড়ৈ “
বিএম কলেজ, বরিশাল।